বনমহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ সালানপুরে।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- বনমহোৎসব উপলক্ষে মঙ্গলবার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে রূপনারায়ণপুর ডিএভি স্কুলের পড়ুয়াদের নিয়ে বিভিন্ন চারা গাছ লাগানো হয়। এদিন রূপনারায়ণপুর ফাঁড়ির সামনে রূপবীথি বাগানে এই চারা গাছগুলি লাগানো হয়! উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাঁটি, রূপনারায়ণপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক সহ ডিএভি স্কুলের পড়ুয়া ও অন্যান্য পুলিশকর্মীরা।