বিদ্যালয়ে যাতায়াতের পথের দাবী জানিয়ে পড়ুয়াদের পথ অবরোধ।
সৌমিত্র গাঙ্গুলি, সালানপুর, পশ্চিম বর্ধমান:- রামডি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যাতায়াতের রাস্তার দাবি জানিয়ে আসানসোল চিত্তরঞ্জন রাস্তায় রামডি কালি মন্দিরের সামনে পথ অবরোধ করলো খুদে পড়ুয়ারা। খবর সূত্রে জানা যায় দেন্দুয়া রামডি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা নেই। সীতারাম মাহাতো নামে এক ব্যক্তির জমির উপর দিয়ে যাওয়া আসা করে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরা। তবে বর্তমানে সেই জমি বাউন্ডারির কাজ শুরু করেছে জমির মালিক। আর তারই জেরে শুরু হয়েছে বিবাদ।
বৃহঃস্পতিবার দুপুর তিনটা নাগাদ প্রায় এক ঘন্টা আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে বিদ্যালয়ের পড়ুয়ারা। অবশেষে সালানপুর থানার পুলিশ এসে বিক্ষোভ কারীদের সঙ্গে কথা বলে। পুলিশের থেকে পাওয়া আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় শিক্ষক ও পড়ুয়ারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুধা দেবী জানান বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। প্রথম থেকেই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা হয়।
তবে এই রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে প্রচুর সমস্যা হয়েছে ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের। তারই জেরে আজ পথ অবরোধ করা হয়ে ছিলো। তবে পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে তারা সঠিক বিচার করবে। তবে জমির মালিক সীতারাম মাহাতো জানান আমর নিজস্ব জমি। তাই আমর জমির উপর রাস্তা তৈরি করতে হলে তার সঠিক মূল্যটি দেওয়া হোক। তবে আমি রাস্তা ছাড়তে তৈরি।