বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয় হাওড়া সদরের বিভিন্ন ব্লকেও।
হাওড়াঃ- শুক্রবার ২১ জুলাই বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয় হাওড়া সদরের বিভিন্ন ব্লকেও। শুক্রবার তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের দিনই জেলায় জেলায় এই বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে গত বুধবার কলকাতায় প্রতিবাদ মিছিল করেন বিজেপির রাজ্য নেতৃত্ব। সেখানেই এদিনের এই কর্মসূচির ঘোষণা করা হয়। ভোট লুঠে তৃণমূলকে সাহায্য করেছেন বিডিওরা এই অভিযোগ তুলে শুক্রবার ২১ জুলাই তৃণমূলের সমাবেশের দিনই রাজ্যে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি।
এদিন হাওড়ার বালি-জগাছা বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সদর জেলা সভাপতি মণিমোহন ভট্টাচার্য, সহ সভাপতি ডা: সুজয় পালিত, সম্পাদক অজয় মান্না, মহিলা মোর্চার সভানেত্রী পৌলমী আদক সহ মন্ডল ২ ও ৩ এর সভাপতি এবং কার্যকর্তাবৃন্দ। বিজেপির অভিযোগ, পক্ষপাতিত্ব থেকে শুরু করে কারচুপি, এবারের পঞ্চায়েত ভোটে বিভিন্ন অভিযোগ উঠেছে বিডিওদের বিরুদ্ধে।
এমনকি, একাধিক বিডিও-কে কোর্টে তলব করা হয়েছে। এই ইস্যুকে হাতিয়ার করেই এদিন বিডিও অফিসে ঘেরাও আন্দোলনে করে বিজেপি।