পি.এইচ.ই’র পানীয় জল সরবরাহের পাইপ ফেটে জলমগ্ন এলাকা।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- বুধবার এক বেসরকারি কারখানার জ্বলের পাইপ লাইন বিছানোর সময় পি.এইচ.ই’র পানীয় জল সরবরাহের মেন পাইপ লাইন ফেটে যায়। ফলে জলের স্রোতে দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডের দেবীপুর মোড় সংলগ্ন রাস্তা ধসে যায়। সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডের দেবীপুর মোড়সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি মাটির বাড়ি।
তবে জলমগ্ন হয়ে যায় এলাকা। ঘটনার জেরে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ধ্বসে যাওয়া রাস্তাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়। এর ফলে রাস্তাটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বুধবার রাত্রি থেকে বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ঘটনার ৪৮ ঘন্টা পরে শুক্রবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় ধসে যাওয়া রাস্তাটি হাইড্রা দিয়ে পরিষ্কার করে পি.এইচ.ই মেন পাইপ লাইনের মেরামতির কাজ শুরু করে। পাইপ লাইন মেরামতি কাজ শেষ হলে ধসে যাওয়া রাস্তার মেরামতির কাজ শুরু হবে বলে খবর।