আসানসোল শহর কে আরো সুন্দর ভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে আসানসোল পৌরনিগম।
সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল, পশ্চিম বর্ধমানঃ- আসানসোল শহর কে সাজিয়ে তুলতে আসানসোল ভগৎ সিং মোড়ে তৈরি করা হবে বিশ্ব বাংলার গেট, আজ তার কাজের সূচনা করলেন পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানান ভগৎ সিং মোড়ে বিশ্ব বাংলা গেট তৈরি করতে ব্যায় হবে প্রায় ৪০ লক্ষ টাকা। তার সাথে বি এন আর মোড় এলাকাও সাজানো হবে। এছাড়াও আসানসোল জিটি রোডের একটি ইংরেজি মাধ্যমে বিদ্যালয়ের উল্টো দিকে ২কোটি টাকার ব্যায়ে তৈরি হবে একটি সুন্দর পার্ক। তারও আজ কাজের শুভরাম্ভ করা হয়। আসানসোল জুবলী মোড়ে আসানসোলের সবচেয়ে বড়ো বিশ্ব বাংলা গেট তৈরি করা হবে। এই গেট তৈরি করতে ব্যায় হবে প্রায় ১০কোটি টাকা। আসানসোল শহরে ঢোকার আগে তৈরি করা হচ্ছে একটা সুন্দর গেট। তিনি আরো বলেন এর সাথে শহর কে আরো সুন্দর ভাবে সাজানোর জন্য বেশ কিছু কর্মসূচি নেওয়া হবে।