আসানসোলের সালানপুর ও কুলটিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমান:- কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এবার বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। রবিবার বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের ডাবরমোড় প্রাঙ্গনে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিজয়ী প্রার্থী এবং তৃণমূল নেতৃত্বদের নিয়ে এক ধরণা অবস্থান তথা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। যার মূল দাবিগুলি হলো ১০০ দিনের কাজের বকেয়া টাকা প্রদান, রান্নার গ্যাসের দামের হ্রাস, পেট্রল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও ইডি-সিবিআই সহ কেন্দ্রীয় সংস্থাগুলির রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে অহেতুক হস্তক্ষেপ এবং মণিপুরে অশান্তি বন্ধ করার দাবি জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ। এদিন বিক্ষোভ সমাবেশ সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যের মানুষকে শোষণ করে চলেছে তারই প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ। আজ এই মোদি সরকার পুরো দেশকে শোষণ করছে। যেভাবে আজ মণিপুর জ্বলছে তার ধিক্কার জানাই আমরা। আজ রোজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের শোষণ করে চলেছে এই মোদি সরকার। তাই এবার সাধারণ মানুষ ডাক দিয়েছে এই মোদি সরকারকে ছুড়ে ফেলার। এরই প্রতিবাদ তুলেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সময় একটাই ডাক বিজেপি হাটাও দেশ বাঁচাও। তবেই এই দেশ বেঁচে থাকবে। ২০২৪ শে মানুষ তৈরি এই মোদি সরকারকে হাঁটানোর জন্য। তাছাড়া এদিন উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান, সালানপুর ব্লকের আইএনটিটিইউ ব্লক সভাপতি মনোজ তেওয়ারী, ব্লকের মহিলা সভানেত্রী অপর্ণা রায়, শ্রমিক নেতা দীনেশ লাল শ্রীবাস্তব সহ পঞ্চায়েতের সমস্ত বিজয়ী প্রার্থীরা এবং ব্লকের সমস্ত নেতৃত্বরা ও সমর্থকেরা!!
আসানসোলের কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুলটি ব্লকের বরাকর বাসস্ট্যান্ডে একই কর্মসূচি নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায়, যুবসভাপতি বিমান দত্ত, জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী!!