হাওড়ার বেজ পুকুরে জলে তলিয়ে মৃত্যু ছাত্রের।
হাওড়াঃ- বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ছাত্রের। বুধবার দুপুরে হাওড়ার শিবপুরের বেজ পুকুরের ঘটনা। দীর্ঘক্ষণ তল্লাশির পর ওই ছাত্রকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত ছাত্রের নাম সৌম্যব্রত দাস। ওই ছাত্র চ্যাটার্জিহাট থানা এলাকার বেলতলার বাসিন্দা ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রতিদিনই এই পুকুরে স্নান করতে আসতেন কলেজের কয়েকজন ছেলে। এদিনও স্নান করতে গিয়ে মাঝ পুকুরে হঠাৎ তলিয়ে যান ওই ছাত্র। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় যুবকরা জলে নামেন। প্রায় আধ ঘন্টার চেষ্টায় তাকে জল থেকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে চ্যাটার্জহাট থানার পুলিশ আসে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ছাত্রের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।