দূষণ নিয়ন্ত্রণ সহ স্থানীয়দের কাজের দাবি নিয়ে বেসরকারি কারখানাগুলি পরিদর্শনে অগ্নিমিত্রা পল।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- শুক্রবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তাঁর নিজের বিধানসভার অন্তর্গত মঙ্গলপুরের শিল্প তালুক এলাকায় বিভিন্ন কারখানায় পরিদর্শন করেন। অগ্নিমিত্র পল বলেন ” দীর্ঘদিন ধরে আসানসোল দক্ষিণ বিধানসভার বক্তানগর ঝাঁটিডাঙ্গা ও মঙ্গলপুর গ্রামের মানুষ অভিযোগ করছেন কারখানার দূষণে ব্যাপক সমস্যা হচ্ছে। স্থানীয় বেকার যুবকেরা কারখানায় কাজ পাচ্ছে না। এমনকি কারখানা কর্তৃপক্ষ গ্রামের মানুষের জন্য সিএসআর তহবিল থেকে কোন কাজ করছে না। কারখানাগুলি দূষণ ছড়ানোর ফলে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এলাকার সাধারণ মানুষ জনদের।
শ্বাসকষ্ট, কিডনি সমস্যা, ক্যান্সার সহ নানান রোগে আক্রান্ত হতে হচ্ছে স্থানীয়দের। একই সাথে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা বা সেফটির বিষয়টিও উপেক্ষিত। কারখানার দূষণের জেরে পুকুরের জল কালো হয়ে যাচ্ছে। এমনকি বাড়িতে খাবারেও কারখানার দূষণের কালি ছড়িয়ে পড়ছে। অগ্নিমিত্রা পল আরো বলেন ” দক্ষিণ বিধানসভার অন্তর্গত সমস্ত বেসরকারি কারখানাগুলি পরিদর্শন করলাম। কারখানার পরিদর্শন করে দেখতে পাওয়া গেছে বেশিরভাগ কারখানাতে দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র লাগানো নেই। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে খেলা হচ্ছে। প্রায় সমস্ত কারখানাকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সরকারি নিয়ম না মানেই কারখানা চালাচ্ছে কর্তৃপক্ষ। আগামী দিন কারখানা কর্তৃপক্ষ যদি দূষণ নিয়ন্ত্রণ না করে তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। পাশাপাশি বিষয়টি বিধান সভায় তুলে ধরা হবে। প্রয়োজনে কেন্দ্রীয় মন্ত্রীকেও বিষয়টি লিখিত আকারে জানাবেন।