চিনাকুড়ি কয়লাখনিতে লাগাতার ধর্না বিক্ষোভ।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- পশ্চিম বর্ধমান জেলার ইসিএলের সোদপুর এরিয়ার চিনাকুড়ি কোলিয়ারি বাঁচাও কমিটির পক্ষ থেকে চিনাকুড়ি তিন নং কোলিয়ারিতে গত প্রায় দুই মাস ধরে ধর্ণা অবস্থান বিক্ষোভ চলছে। মূলত কেন্দ্রের সরকারের নির্দেশেই ইসিএল কতৃপক্ষ চালু কোলিয়ারি তথা কয়লা উত্তোলন যেখানে সচল রয়েছে সেই কোলিয়ারিগুলিকেও ষড়যন্ত্রের মাধ্যমে বেসরকারিকরণ করতে চাইছে বলে অভিযোগ।
তাঁরই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ উপস্থিত ছিলেন জেসিসির সমস্ত ট্রেডইউনিয়ন, আই এন টি টি ইউ সি হরেরাম শিঙ সহ আরো অনেকে। সোদপুর এরিয়ার পারবেলিয়া কলিয়ারী, দুবেশ্বর কোলিয়ারি, চীনাকুড়ি ৩ নম্বর কোলিয়ারী বাঁচানোর জন্য এই অবস্থান বিক্ষোভ।