পিংলা বাজি কারখানা বিস্ফোরণে দোষীদের সাজা।
পশ্চিম মেদিনীপুরঃ- ২০১৫সালে, পশ্চিম মেদিনীপুরের পিংলার ব্রাক্ষ্মণবাড়ে বেআইনি বাজি কারখানায় পরপর বিস্ফোরণে ১০জন শিশুশ্রমিক-সহ ১৩জনের মৃত্যুর ঘটনায়, আজ অভিযুক্তদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে মেদিনীপুরের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। শনিবার অভিযুক্ত তিনজনকে দোষী সাব্যস্ত করেছিল মেদিনীপুরের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সেলিম সাহিল। আজ সোমবার দোষীদের বিরুদ্ধে ১১টি দফা তে সাজা ঘোষণা করা হয়। অভিযুক্ত তিনজনের ১৫বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক, সেই সঙ্গে ১০হাজার টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। তবে সমস্ত সাজাগুলি একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন। ঘটনায় মৃত দশজন শিশুশ্রমিকের প্রত্যেকের পরিবারকে দুই লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২০১৫ সালের ৬ মে রাতে পিংলার ব্রাক্ষ্মণবাড় গ্রামে বেআইনি বাজি কারখানায় পরপর বিস্ফোরণ হয়েছিল, এই ঘটনায় ১০জন শিশুশ্রমিক সহ ১৩ জন মারা যায়। পরে ঘটনার তদন্তভার হাতে নিয়েছিল সিআইডি। মেদিনীপুরের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া চলে। তৃণমূল কংগ্রেসের নেতা রঞ্জন মাইতির জমিতে বেআইনি বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হত বলে অভিযোগ ছিল স্থানীয়দের। রঞ্জনের ভাই নিমাই মাইতি-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার মেদিনীপুরের আদালত রঞ্জন মাইতি, নিমাই মাইতি ও শেখ সুরজকে দোষী সাব্যস্ত করে। আজ সোমবার দোষীদের সাজা ঘোষণা করা হয়।