এন্টি র্যা গিং সংগঠন করে সচেতনতা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- এই কলেজে নতুন ভর্তি হয়েছে ফাস্ট ইয়ারের ছাত্র-ছাত্রীরা। তাদেরকে একটি কার্ড দেওয়া হয়েছে। সেটি হলো এন্টি র্যাগিং সংগঠনের সদস্যপদ। র্যাগিং এর বিরোধিতা করার। যাতে করে আগামী দিনে যাদবপুর কলেজে যে ঘটনা ঘটেছে সেই রকম দুর্ঘটনা না হয়। তাই রুখে দাঁড়াবার জন্য ও প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের অভয় দিতে কলেজের পুরাতন তথা সিনিয়র ছাত্র ছাত্রীদের উদ্যোগ। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীরা এই উদ্যোগ নিয়েছে।
তারা জানিয়েছে ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা এই বিষয়ে যথেষ্ট সাড়া দিয়েছেন। র্যাগিং বিরোধী ছাত্র ছাত্রীদের নিয়ে এদিন একটি সেমিনারেরও আয়োজন করা হয়। মূলত যাদবপুর ইউনিভারসিটিতে যে ঘটনা ঘটেছে আর কোনদিন এইরকম ঘটনা যেন কোন স্কুল, কলেজে না ঘটে, তার প্রতিবাদে রুখে দাঁড়াবার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজক ছাত্র-ছাত্রীরা।