বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে উচ্চ শিক্ষায় ছাত্রছাত্রীদের জন্য চাকরিমুখী ফ্রি কোচিং ক্যাম্পের ব্যবস্থা।
হাওড়াঃ- বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে উচ্চ শিক্ষায় ছাত্রছাত্রীদের জন্য চাকরিমুখী ফ্রি কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা হলো। “আগামীর অভিষেক-৩” বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে বিনামূল্যে JEE & NEET কোচিং এর তৃতীয় পর্যায়ের শুভ উদ্বোধন হয়ে গেল আজ। এদিন দুপুরে বালির রানী কুঠি হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করেছেন। তাতে বহু ছাত্রছাত্রী উপকৃত হচ্ছেন।
মুখ্যমন্ত্রীর স্বপ্নকে সফল করতে আমরা ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকায় টিম ডোমজুড়ের তরফ থেকে ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাকুরিমুখী এই ফ্রি কোচিং ক্যাম্পের ব্যবস্থা করেছি। ২০২১ সাল থেকে আমরা এই চাকুরিমুখী ফ্রি কোচিং ক্যাম্প চালু করেছি। এখান থেকে অনেক ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে সুযোগ পেয়েছেন। অনেক ছাত্রছাত্রী সরকারি চাকরি পেয়েছেন। আজ থেকে আমাদের আগামীর অভিষেক-৩ কর্মসূচির সূচনা হয়েছে।