বন্যার ভ্রুকুটি হাওড়ার উদয়নারায়ণপুরে।
হাওড়াঃ- ডিভিসি’র ছাড়া জলে প্লাবিত হাওড়ার একাংশ। জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই হাওড়ার উদয়নারায়ণপুর এলাকায় দামোদরের জল ছাপিয়েছে। দামোদরের জল ছাপিয়ে কোকাপুর পিচ রাস্তা প্লাবিত হয়ে জল ধুঁকছে হু হু করে। এর ফলে কুরচি-শিবপুর গ্রামের বেশ কিছু অংশ জলপ্লাবিত। এর পাশাপাশি, মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণের জলে হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরা এবং চিৎনান গ্রাম পঞ্চায়েত প্লাবিত।
এখানে কোথাও এক হাঁটু কোথাও এক কোমর জল দাঁড়িয়ে গিয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে দুপুরের দিকে জলের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদয়নারায়নপুরের কুরচি-শিবপুর, হরালি সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ত্রাণের সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জলপ্লাবিত এলাকার মানুষের অভিমত জল যেভাবে বাড়ছে তাতে আমতা দু’নম্বর ব্লকের একাংশও প্লাবিত হতে পারে।