বৃষ্টিতে ভোগান্তি।
হাওড়াঃ- রাত থেকে ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা শহরবাসীর। হাওড়ার বিভিন্ন এলাকা বৃষ্টির জমা জলে প্লাবিত। কোথাও কোথাও জমেছে হাঁটু জল। বৃষ্টির জেরে সকালে স্কুলে আসার পথে জমা জলে অসুবিধার মধ্যে পড়েন পড়ুয়ারা, তাদের অভিভাবকেরা। জমা জলে ভোগান্তির শিকার হন অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।
হাওড়া স্টেশন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে দেখা গেল যেন জলছবি। জলে ভাসছে পুরো এলাকা।