আবার “দুয়ারে সরকার”।
নিউজ ডেস্কঃ- ষষ্ট পর্যায়ের “দুয়ারে সরকার” ক্যাম্প শুরু হচ্ছে আগামী ১লা এপ্রিল ২০২৩ থেকে। ক্যাম্প চলবে আগামী ১০ই এপ্রিল পর্যন্ত। আজ পশ্চিম বঙ্গ সরকারের চিফ সেক্রেটারী এক বিজ্ঞপ্তি থেকে একথা জানা গেছে। পঞ্চায়েত নির্বাচণের নির্ঘণ্ট ঘোষণা যখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল তার আগে ষষ্ট পর্যায়ের “দুয়ারে সরকার” ক্যাম্প এর ঘোষণা রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রাজনৈতিক মহলের মতে এই ক্যাম্প আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে ঘোষণা করেছে সরকার। এই ক্যাম্প থেকে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, মেধাশ্রী সহ মোট মোট ৩২টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।