মোবাইলে বিকট আওয়াজ, সাথে ফ্লাশ ম্যাসেজ! কেন এরকম হচ্ছে?
ডিজিট্যাল ডেস্কঃ হঠাত মোবাইলে বিকট আওয়াজ; আর সাথে সাথেই মোবাইল স্ক্রিনে ভেসে উঠছে একটি সতর্ক বার্তা। হ্যাঁ; এমন ঘটনাটাই তো ঘটেছে আপনাদের প্রায় প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইল বা আই ফোনে। অনেকেই এরকম একটি এমারজেন্সি অ্যালার্টে ঘাবড়েও গেছেন। অনেকে ভাবছেন তার মোবাইল বুঝি হ্যাকারদের খপ্পরে পড়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা পয়সা বুঝি গেলো সব। না সেরকম কিছুই না। এটি ভারত সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর কর্তৃক পাঠানো একটি পরীক্ষা মূলক বার্তা। যা যেকোন বিপর্যয়কালীন সময়ে নাগরিকদের সুরক্ষা প্রদান ও সচেতন করার ক্ষেত্রে কাজে আসবে। এমনকি মোবাইল এ কোন প্রকার নেটওয়ার্ক না থাকলেও আপতকালীন সময়ে বিপর্যয় মোকাবিলায় মোবাইল ব্যবহারকারীর ফোনে বার্তা পাঠানো যাবে। সারা দেশ জুড়েই কয়েক মাস ধরেই এই পরীক্ষা চলছে বলে জানা গেছে।
ফ্লাশ ম্যাসেজ বার্তায় লেখা – “এটি ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানো একটি নমুনা পরীক্ষা বার্তা। দয়া করে এই বার্তাটিকে উপেক্ষা করুন। কারন আপনার পক্ষ থেকে কোনও পদক্ষেপের প্রয়োজন নেই। এই বার্তাটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা প্রয়োগ করা প্যান ইন্ডিয়া এমারজেন্সি এলার্ট সিস্টেম পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এটির লক্ষ্য জনসাধারণের সুরক্ষা বৃদ্ধি করা এবং জরুরী পরিস্থিতিতে সময়মতো সতর্কতা প্রদান করা।”