বিজেপির “চোর ধরো, জেল ভরো” কর্মসূচী!
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যের বনমন্ত্রী রেশন দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় সংস্থার তদন্তে গ্রেফতার হওয়ার পর বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে চোর ধরো জেল ভরো কর্মসূচি গ্রহণ করা হয় বৃহস্পতিবার। সেই কর্মসূচিতে এদিন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হটনরোডে এদিন বিজেপির জেলা নেতৃত্বের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয়।
তার আগে এদিন বিজেপির কর্মী সমর্থকেরা আসানসোলের গীর্জা মোড় থেকে মিছিল করে হটনরোড মোড়ে উপস্থিত হন। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ স্থানীয় নেতৃত্ব। পরে এই কর্মসূচিতে যোগ দেন বিজেপির রাজ্য সভানেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। এদিনের এই অবস্থান কর্মসূচিতে বিজেপি কর্মী সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি হতেও দেখা যায়। তবে এদিনের কর্মসূচিতে বিজেপির পক্ষ থেকে রাজ্যের শাসন ক্ষমতা থেকে দুর্নীতিবাজ তৃণমূলের উৎখাত চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল দাহ করা হয়।
এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি বলেন, ইতিমধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী, তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল, চালচোর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়ে জেলে আছে। তারপরেও তিনি সততার প্রতীক। পুলিশ রাজ্যের শাসক দলের তাবেদারি করছে। প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ হলে পুলিশের কোনো বাধা নেই। অন্যদিকে অগ্নিমিত্রা পল বলেন শিক্ষা রেশন দুর্নীতির খাতা খুলতেই এই অবস্থা! এখনো স্বাস্থ্য দফতরের খাতা খুলতে বাকি। যা খুব তাড়াতাড়ি খোলা হবে।