উৎকল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে প্রয়াত চিকিৎসক গৌরীশঙ্কর মহাপাত্রের স্মরণসভা।
ডিজিট্যাল ডেস্ক, গ্রাম বাংলাঃ- আজ সারেঙ্গা ব্লকের বেড়োবাইদ গ্রামে উৎকল ব্রাহ্মণ সোসাইটির সারেঙ্গা শাখার উদ্যোগে প্রয়াত চিকিৎসক ডাঃ গৌরিশঙ্কর মহাপাত্রের একটি স্মরণসভা অনুষ্ঠিত হল।
প্রয়াত চিকিৎসক ডক্টর গৌরিশঙ্কর মহাপাত্র দীর্ঘদিন ধরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। তবে ওই সময় তৎকালীন স্বাস্থ্য মন্ত্রীর সাথে হাসপাতাল পরিচালক বিষয়ে মতপার্থক্য হলে দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
যদিও পরে তাকে বারবার অনুরোধ করা হয় ওই পদে যোগ দেওয়ার জন্য, তবে তিনি আর রাজি হয়নি। পরে বাঁকুড়ার মেডিক্যাল কলেজের বায়ো কেমিস্ট্রির বিভাগীয় প্রধান হিসেবে চাকুরী জীবন সমাপ্ত করেন। গ্রামের বাড়িতে তিনি প্রায়ই আসতেন এবং গ্রামবাসী ও এলাকাবাসীর সাথে বিশেষ ঘনিষ্ট সম্পর্ক ছিল তার।
আজ সারেঙ্গা উৎপল ব্রাহ্মণ সোসাইটির পক্ষ থেকে প্রয়াত চিকিৎসক গৌরী শংকর মহাপাত্রের গ্রামের বাড়ি বেড়োবাইদে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য গ্রামবাসী এবং তাঁর পরিবারের সদস্যরা।