বীরভূমে তৃনমূলের কোর কমিটি গঠন নিয়ে তরজা।
ডিজিট্যাল ডেস্ক, বীরভূমঃ- আগামী ১৬ ই নভেম্বর বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক আয়োজিত হবে। সেখানে কোর কমিটির ছয় জনের সাথেই থাকবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের জেলা তৃণমূলের কোর কমিটির উপরে আস্থা দেখিয়েছেন। তাই আগামীতে কোর কমিটির সদস্য সংখ্যা বাড়বে নাকি কমবে সেই বিষয়টি স্পষ্ট নয়। যদিও দিন কয়েক আগে বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি করা উচিত বলে দাবি করেছিলেন অনুব্রত মণ্ডল। সেই প্রসঙ্গে কাজল শেখ জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে কোর কমিটি গঠন করা হয়। এই কোর কমিটির দুটি নির্বাচনে অভাবনীয় ফল করেছে। তাই মুখ্যমন্ত্রী নিজে বীরভূমের পরিদর্শকের দায়িত্ব থেকে তিনি যা বলবেন সেটাই সঠিক। তার উপরে কথা বলা কারোর উচিত নয়। মুখ্যমন্ত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরে দলে কে থাকলো আর কে গেল তাতে কোন কিছু যায় আসে না। প্রকাশ্যে স্বীকার না করলেও বা অনুব্রত মণ্ডল কে নিজের রাজনৈতিক অভিভাবক বললেও কেষ্ট ও কাজলের মধ্যে যে ঠান্ডা রাজনীতির লড়াই চলছে তা এই মন্তব্য থেকেই স্পষ্ট।
অন্যদিকে এই বিষয়ে জেলা তৃণমূলের কোর কমিটির আহবায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য বৃদ্ধির ক্ষেত্রে যে মন্তব্য করেছেন বা কাজল শেখ কি বলেছেন তা কিছু নয়। তাদের মধ্যে সমন্বয়ের কোন অভাব নেই। সবাইকে একসাথে নিয়েই কোর কমিটির বৈঠক হবে। সেই সাথে যা সিদ্ধান্ত গ্রহণ করা হবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নেওয়া হবে।