ভর দুপুরে বাঘাযতীন স্টেশন রোডে বাড়িতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে ৪’টি দমকলের ইঞ্জিন।
নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে বাঘাযতীন স্টেশন রোডের একটি বাড়িতে। দমকলের ৪’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে লাগে। একটি চার তলা বাড়ির ওপরের তলায় আগুন লাগে। পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের কর্মীরা অক্সিজেন মাস্ক নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে আগুন নেভানোর কাজে যুক্ত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া বেরতে থাকায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
কি করে আগুন লাগলো তা জানা যায়নি। ওই বাড়ির একটি অংশে আগুন নেভাতে দমকল কর্মীরা সমর্থ হলেও ওপর একটি অংশে অগ্নিকাণ্ডে প্রচন্ডভাবে ধোঁয়া বেরোতে থাকে। এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশে। বাঘা যতীন স্টেশন রোডের ওই এলাকার সমস্ত বাড়ির লোকজন ভয়ে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। প্রায় প্রতিদিনই শহরের কোথাও না কোথাও আগুন লাগছে। রবিবার গভীর রাতেও বাঘাযতীন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে শীতের রাতে শহরের বিভিন্ন প্রান্তে বিশেষত বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে দমকল বিভাগ। শহরের বিভিন্ন প্রান্তে শীতের রাতে দমকলের ইঞ্জিন স্ট্যান্ডবাই রাখা নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয় কলকাতা শহরের বিভিন্ন থানায় অগ্নি নির্বাপক যন্ত্র ও মোটরসাইকেল সহ দমকল কর্মীদের মজুদ রাখা যায় কিনা সে ব্যাপারেও চিন্তা-ভাবনা শুরু হয়েছে।
যাতে শীতের রাতে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পুলিশ সহ দমকল বাহিনীর কর্মীরা অতি দ্রুত পৌঁছে বড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করতে পারে।