প্রয়াত কমরেড স্বদেশ চক্রবর্তী।

হাওড়াঃ- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সদস্য তথা হাওড়া জেলার প্রাক্তন সম্পাদকমণ্ডলীর সদস্য এবং হাওড়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র স্বদেশ চক্রবর্তী সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রয়াত হয়েছেন।

মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। স্বদেশবাবুর প্রয়াণে এদিন রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

‘হাওড়ার উন্নয়নে স্বদেশ চক্রবর্তীর বিরাট ভূমিকা ছিল। ওনার মৃত্যুতে হাওড়ার বিরাট ক্ষতি হলো।’ শোক বার্তায় বললেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়।

File Image

মঙ্গলবার সকালে অরূপবাবু প্রয়াত স্বদেশ চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বদেশ চক্রবর্তীর স্মৃতিচারণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *