তৃণমূল কাউন্সিলরের বাড়ী সিল করলো বিপুল ঋণ খেলাপীর দায়ে।

আসানসোলঃ- আসানসোল পুরোনিগমের তৃনমূল কাউন্সিলার সেলিম আক্তার আনসারীরর কুলটি পাতিয়ানা মহল্লা এলাকায় বসত বাড়িটি শুক্রবার শীল করে দিলো বেসরকারি এক সংস্থা। সুত্রের খবর সেলিম আক্তার আনসারী বাড়ী করার জন্য ২০১৮সালে ১৯লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন।

বর্তমানে ঐ ঋণের পরিমান দাঁড়িয়েছে ৩২ লক্ষ টাকা। উক্ত গৃহঋণ বাকী থাকার কারনে তৃনমূল কাউন্সিলর সেলিম আক্তার এর বাড়ীটি শীল করে দেওয়া হয়েছে বলে ঋণদান কারী সংস্থার পক্ষ থেকে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *