স্বামীর কিডনি বিক্রির টাকা, গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী।

হাওড়াঃ- সংসারে দারিদ্র নিত্যসঙ্গী। এ অবস্থায় বাধ্য হয়ে নিজের কিডনি বিক্রি করেছিলেন হাওড়ার সাঁকরাইলের এক যুবক। কিন্তু সেই টাকা হাতিয়ে নিয়ে নিজের প্রেমিকের সঙ্গে পালান ওই যুবকের স্ত্রী। চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইল ব্লকের ধুলাগড়ি হাটতলা এলাকায়। বছর ঊনচল্লিশের ওই ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। ভবিষ্যতে নিজেদের নাবালিকা কন্যার বিয়ের জন্য এখন থেকেই সোনার গয়না গড়িয়ে রাখা প্রয়োজন, এমনটাই বার বার স্বামীকে বলে তাঁর একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন স্ত্রী। এমনই অভিযোগ।

এরপর সেই নগদ মোট দশ লাখ টাকা ও সোনার গয়না নিয়ে স্ত্রী বেপাত্তা হয়ে যান তার প্রেমিকের সঙ্গে। ওই ব্যক্তি প্রথমে তাঁর স্ত্রীর নিখোঁজ হওয়ার ডায়েরি করেন এবং তারপর স্ত্রীকে খুঁজে পেতে হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন। যদিও এই মামলায় মহিলা লিখিতভাবে পুলিশকে জানান তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন। তিনি আরও জানান বর্তমানে প্রেমিকের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বাস করছেন। কেউ তাঁকে জোর করেননি। এদিকে হেবিয়াস কর্পাস মামলা কার্যকর না হওয়ায় এরপর নিজের কিডনি বিক্রির টাকা ফেরত পেতে স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন যুবক। তবে সেই টাকা নিয়ে স্ত্রী যে এমন প্রতারণা করবেন তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *