যুদ্ধের পরিস্থিতিতে ৭ই মে মক ড্রিল, কি করতে হবে ঐ দিন?
ডিজিট্যাল ডেস্কঃ- পাহেলগাম এ হামলার পর দেশ তথা বিশ্বজুড়ে চরম উত্তেজনা। ভারত – পাকিস্থান দুই যুযুধান দেশ যে কোন মুহূর্তেই জড়িয়ে পড়তে পারে যুদ্ধে। ভারতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী তিন সেনা প্রধানকেই সবুজ সঙ্কেত দিয়ে রেখেছেন যুদ্ধের জন্য।

দেশ জুড়ে চলছে বিমান বাহিনী, নৌবাহিনী ও স্থলবাহিনীর মহড়া। আর এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক করার জন্য আগামী ৭ই মে দেশজুড়ে হবে মক ড্রিল।
৭ মে নাগরিক প্রতিরক্ষার জন্য বিভিন্ন রাজ্যকে মক ড্রিল পরিচালনা করতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হবে
১. বিমান হামলার সতর্কীকরণ সাইরেনগুলির কার্যকরীকরণ
২. শত্রুপক্ষের আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষা করার জন্য বেসামরিক নাগরিক, শিক্ষার্থী ইত্যাদিকে বেসামরিক প্রতিরক্ষার দিকগুলি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া।
৩. ক্র্যাশ ব্ল্যাক আউট ব্যবস্থার বিধান ।
৪. গুরুত্বপূর্ণ স্থাপনার প্রাথমিক ছদ্মবেশের ব্যবস্থা।
৫. বিপর্যয়ের সময়ে এস্কেপ পরিকল্পনার মহড়া।