সারেঙ্গা ব্লক প্রশাসনের উদ্যোগে সচেতনতা শিবির।
সারেঙ্গা: সারেঙ্গা ব্লক প্রশাসনের উদ্যোগে সারেঙ্গা ব্লকের বিভিন্ন স্কুলের স্কুলে চলছে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির। সারেঙ্গা ব্লক প্রশাসনের উদ্যোগে পুলিশ প্রশাসন, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তরের সহ যোগিতায় সারেঙ্গা ব্লকের ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

মূলত বর্তমান দিনের সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব, সাইবার নিরাপত্তা, বাল্যবিবাহ, বিভিন্ন কুসংস্কার এবং সাপের কামড় নিয়ে এই সচেতনতা শিবিরে ছাত্র-ছাত্রীদের সচেতনতার পাঠ দিচ্ছেন সারেঙ্গার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রকি চন্দ্র দাস,ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: সুমন নস্কর,সারেঙ্গা সু সংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক অভিজিৎ মন্ডল এবং সারেঙ্গা দক্ষিণ চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক, সারেঙ্গা থানার পুলিশ আধিকারিক সহ অনান্য আধিকারিকেরা।

বিভিন্ন সামাজিক এবং সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় ছাড়াও ছাত্র-ছাত্রীরা সরকারিভাবে যে সমস্ত সুযোগ-সুবিধা পায় তা নিয়েও আলোচনা হয়। একই সাথে সামাজিক জীবনে তারা কোনরকম কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা বা কোন সমস্যায় পড়লে সেই মুহূর্তে তাদের কি করনীয় তা নিয়ে ছাত্র ছাত্রীদের বার্তা দেওয়া। প্রশাসনের এমন উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রীরা।

সারেঙ্গা ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রকিচন্দ্র দাস বলেন ” ব্লক প্রশাসন এবং সমস্ত দপ্তরের যৌথ উদ্যোগে আমরা ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা প্রচারে জোর দিচ্ছি। সারেঙ্গা ব্লকের প্রতিটি স্কুল এই কর্মসূচি হবে”।

