পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ রাস্তা সংস্কারের কাজে ভার্চুয়াল উদ্বোধন ‘পথশ্রী’ প্রকল্পের।
হাওড়াঃ- পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ রাস্তা সংস্কারের কাজে হাত দিলো রাজ্য সরকার। মঙ্গলবার সিঙ্গুর থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে শুরু হবে রাস্তা সংস্কারের কাজ। ‘পথশ্রী’ প্রকল্প উদ্বোধন প্রসঙ্গে সোমবার হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য জানান, ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভলপমেন্ট এজেন্সি (এসআরডিএ), ব্লক এবং জেলা পরিষদ এই তিন এজেন্সি রাস্তা সারাইয়ের কাজ করবে। হাওড়া জেলার প্রতিটি ব্লকের প্রতিটি পঞ্চায়েতে মোট ৩৪৭টি রাস্তার মোট ৩৫২.০১ কিমি সংস্কার করা হবে। এই রাস্তা সংস্কারে খরচ হবে ১২,১০৬.৬১ লক্ষ টাকা। এর মধ্যে ব্লক করবে ৩২৮টি রাস্তার ১৩৬.৩৩ কিমি পথ। এর জন্য খরচ হবে ৪৫০৯.৯৩ লক্ষ টাকা। এসআরডিএ এবং জেলা পরিষদ করবে যথাক্রমে ১০০ ও ১৯টি রাস্তার ১৯১.৪৮ ও ২৪.২ কিমি পথ। এর জন্য এসআরডিএর খরচ হবে ৬৯১৬.০৫ লক্ষ টাকা এবং জেলা পরিষদের খরচ হবে ৬৮০.৬৪ লক্ষ টাকা। মঙ্গলবার উদ্বোধনের পরেই শুরু হয়ে যাবে রাস্তা সারাইয়ের কাজ। প্রসঙ্গত, মঙ্গলবার ২৮ মার্চ, পথশ্রী প্রকল্পের উদ্বোধন হতে চলেছে হাওড়া জেলাতেও।
জেলা প্রশাসন সূত্রের খবর, এই পথশ্রী প্রকল্পের অধীনে মঙ্গলবার হাওড়া জেলায় সামগ্রিকভাবে ২৭২টি প্রকল্পের শুভ উদ্বোধন হবে। এই প্রকল্পের অধীনে মোট ২৬৫.৭৯ কিলোমিটার রাস্তা নির্মিত হবে যার সর্বমোট ব্যয় বরাদ্দ করা হয়েছে ৯০৫৭.৩৭৭ লক্ষ টাকা। এই রাস্তাগুলির মধ্যে ১৭২টির রূপায়ন হবে ব্লকস্তরে। ব্লকস্তরে নির্মিত রাস্তার পরিমাণ ৯৫.৯৪ কিলোমিটার। যার সর্বমোট ব্যয় বরাদ্দ করা হয়েছে ৩১৬১.৭২৭ লক্ষ টাকা। এর পাশাপাশি ৮১টি প্রকল্পের বাস্তবায়ন হবে এসআরডিএ এর তত্বাবধানে। নির্মিত রাস্তার পরিমাণ ১৪৫.৬৫ কিলোমিটার যার ব্যয় বরাদ্দ করা হয়েছে ৫২১৫.০১০ লক্ষ টাকা। এছাড়াও ১৯টি প্রকল্পের বাস্তবায়ন হবে হাওড়া জেলা পরিষদের উদ্যোগে। এতে নির্মিত রাস্তার পরিমাণ ২৪.২ কিলোমিটার। যার ব্যয়বরাদ্দ ৬৮০.৬৩৯ লক্ষ টাকা। এছাড়াও আরও ৭৫ টি রাস্তা নির্মাণের কর্মসূচী গ্রহণ করা হবে আগামী ১৫ দিনের মধ্যে। সোমবার বিকেলে জেলাশাসক মুক্তা আর্য এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান।