শনিবার সকাল থেকেই ব্যাপক উত্তেজনা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে।
পশ্চিম মেদিনীপুরঃ- মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী জিডিএ কর্মীরা দফায় দফায় বিক্ষোভ দেখালেন হাসপাতালের ফেসিলিটি ইনচার্জ এর অফিসে। জানা গিয়েছে, ১লা এপ্রিল হাসপাতালে জিডিএ কর্মীদের একটি নতুন লিস্ট প্রকাশ করা হয় নিয়োগ কর্তৃপক্ষের তরফ থেকে। অভিযোগ, সেখানে পুরনো কর্মীদের বাদ দিয়ে নতুন কর্মীদের নিয়োগ করা হয়েছে। করোনা কালের আগে থেকে যে সমস্ত জিডিএ কর্মীরা কাজ করেছে তাদের অগ্রাধিকার দেওয়ার কথা।
অথচ নতুন লিস্টে তাদেরই নাম বাদ দিয়ে তালিকায় নতুন কর্মীদের নাম প্রকাশ করা হয়েছে। আর এ নিয়েই ক্ষোভে ফেটে পড়েন পুরনো জিডিএ কর্মীরা। এদিন সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন নতুন লিস্টে বাদ পড়া জিডিএ কর্মীরা। তাদের দাবি, পুরনো কর্মীদের অগ্রাধিকার দিতে হবে। তবে আদৌ কি পুরনো কর্মীদের অগ্রাধিকার দিয়ে স্বচ্ছ নিয়োগ হবে? সেটাই এখন বড় প্রশ্ন।