অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের লেফ্ট ব্যাংক রোড সংলগ্ন এক ভাড়া বাড়িতে স্বামীর মৃত্যুর পর থেকে মেয়ে জামাইয়ের কাছেই রয়েছেন ৮৫বছরের বৃদ্ধা খাদু দে। নেই স্থায়ী বসবাস করার জন্য মাথার উপর ছাদ। অভাবের মধ্যে দিন কাটে তার পরিবারের। জামাই কাজ করেন পূজার দোকানে। তাই সরকারের কাছে বহুবার পেনশনের আবেদন করেন তিনি। কিন্তু কিছু নথিপত্রে ভুলত্রুটি থাকার কারণে তার পেনশন চালু হয়নি আজও। তবে দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ তেওয়ারী তাকে মাসিক কিছু আর্থিক সহযোগিতা করেতেন বলে খবর। কিন্তু তার এই করুন অবস্থার কথা জানার পরই বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় তার পাশে দাঁড়ান। তিনি স্থানীয় তৃণমূল কর্মীদের তার বাড়িতে পাঠিয়ে তাকে কিছু আর্থিক সহায়তা করেন এবং বৃদ্ধা খাদু দে কে আশ্বাস দেন তিনি যতদিন এই পৃথিবীতে জীবিত থাকবেন তাকে পেনশনের মত মাসিক এক হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে। তাছাড়া যেকোনো সমস্যায় তিনি এবং দলের প্রতিটি কর্মী তার পাশে দাঁড়িয়ে থাকবেন। বিধায়কের কাছে সহযোগিতা পেই খুশি প্রকাশ করেন খাদু দে। তবে এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং জানান ব্লকে এমন সমস্যা বেশ কয়েকজনের রয়েছে তাদের বিধায়কের তরফে প্রতিমাস আর্থিক সহযোগিতা করা হয়। আর বৃদ্ধা খাদু দে এর পাশে সবাই রয়েছে।