প্রতি বছরের মত এবারও রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রিক যোগ আশ্রমে ।
বাঁকুড়াঃ- রিক বিশ্বাস এর জন্মবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এবারে ১১তম। মাত্র ১৫ বছর বয়সে রিক বিশ্বাস অকালে একটি দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে তার বাবা-মা রাইপুরের শিক্ষক দম্পতি গৌতম বিশ্বাস ও শ্যামলী বিশ্বাস প্রতিবছর ছেলের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির ও মৃত্যুদিন উপলক্ষে বস্ত্রদান শিবির আয়োজন করে আসছেন। এইবার একাদশ তম বর্ষ । শান্তি যোগনুষ্ঠান এর মাধ্যমে আজকের রক্তদান শিবিরের সূচনা হয়।
পাশাপাশি বিশেষ আলোচনা চক্রেরও আয়োজন করা হয়েছিল। বিষয় – প্লাস্টিক মুক্ত সমাজ। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, রাইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার সিংহ বিশিষ্ট সমাজসেবী জগবন্ধু মাহাতো, বিশিষ্ট শিক্ষক পরীক্ষিত কামিল্লা ও সাধন মন্ডল সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য ও এলাকার অনেক শিক্ষক ডাক্তার সহ বহু গুণীজন। আজকে রিকের বাবা মা সমেত মোট ৫২ জন রক্ত দান করেন।