খেমাশুলিতে অবরোধস্থলে কুড়মি সম্প্রদায়ের সঙ্গে পুলিশের বচসা।
পশ্চিম মেদিনীপুরঃ- সোমবার খেমাশুলিতে অবরোধস্থলে কুড়মি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পুলিশ কথা বলতে গেলে সাময়িক উত্তেজনা ছড়ায়। এদিন অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে যান খড়গপুরের এসডিপিও দীপক সরকার। তখনই কুড়মি সমাজের মানুষজন তাদের ঘিরে স্লোগান দিতে থাকে। আধিকারিকরা এলাকা ছেড়ে চলে গেলে অবস্থা স্থিতিশীল হয়। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
তবে কুড়মি সমাজের পক্ষ থেকে এদিন জাতীয় সড়ক অবরোধ শিথিল করার কথা জানানো হয়েছে। বলা হয়েছে কলকাতা-মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়ক সকাল ৬টা থেকে ১০ টা পর্যন্ত অবারুদ্ধ থাকবে। খোলা থাকবে ১০টা থেকে ৩টা পর্যন্ত। আবার ৩ টা থেকে রাত ১টা পর্যন্ত অবরোধ থাকবে। রাত ১টা থেকে ৬ টা পর্যন্ত খোলা থাকবে। পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে অবরোধ উঠে গেলেও কুড়মি সমাজের রাজ্য নেতৃত্বের কোনও বার্তা না পৌঁছানোয় খেমাশুলিতে রেল অবরোধ তোলা হয়নি বলে জানা গেছে।