নীল ষষ্ঠীতে প্রাচীন চন্দ্রচূড় মন্দিরে ভক্তের ঢল।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- নীল ষষ্ঠী উপলক্ষে আসানসোলের প্রাচীন চন্দ্রচূড় মন্দিরে সকাল থেকেই ভক্তের ঢল। সকাল থেকেই দূর দূরান্তের মানুষ এসে ভিড় জমিয়েছে চন্দ্রচূড় মন্দিরে। লাইন দিয়ে মন্দিরের ভেতর ঢুকে চলছে পূজো আর্চা। একদিকে চৈত্র সংক্রান্তি অন্যদিকে নীল পুজো। নীল পুজো বা চড়ক পূজো উপলক্ষে শহর শিল্পাঞ্চলের অন্যান্য মন্দিরের পাশাপাশি আসানসোলের প্রাচীন ঐতিহ্যবাহী চন্দ্রচূড় মন্দির বিখ্যাত। শুধু আসানসোল নয় আসানসোলের আশেপাশের বিভিন্ন গ্রাম শহর থেকে প্রচুর ভক্তরা আসেন এই মন্দিরে পুজো দিতে। সেই ছবিই উঠে এলো আমাদের ক্যামেরায়।