ফ্যাশন শোর নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল দুই যুবতীর বিরুদ্ধে।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- ম্যাকআপ প্রতিষ্ঠার মালিককে ফ্যাশন শোর নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল দুই যুবতীর বিরুদ্ধে। আসানসোলে এমনটাই অভিযোগ তুললেন ম্যাকআপ প্রতিষ্ঠার মালিক। এমনকি ম্যাপআপ প্রতিষ্ঠার মালিকের কিছু ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ। ওই ম্যাকআপ প্রতিষ্ঠার মালিক হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই ম্যাকআপ প্রতিষ্ঠার মালিক বলেন তার একটি ম্যাকআপ ইনস্টিটিউট রয়েছে। সেখানে ওই যুবতীরা এসে তাকে ফ্যাশন শো করার প্রস্তাব দেয়। তার বিনিময়ে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি কিছু ভিডিও তোলা হয়েছিল সেই ভিডিও ভাইরাল করা হয়েছে। তাই এই ঘটনার জন্য অবিলম্বে ওই যুবতীদের বিরূদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ম্যাকআপ প্রতিষ্ঠার মালিক।