বন্ধ ঘরে ভয়াবহ অগ্নিকান্ড। পুড়ে ছাই সবকিছু।

ব্রেকিং,নদীয়া থেকে জগন্নাথ মন্ডল:- বন্ধ ঘরে এসি  কিংবা যেকোনো ধরনের শর্ট সার্কিট থেকে ভয়ানক অগ্নিকান্ড, পুড়ে ছাই ঘরের সমস্ত আসবাবপত্র, আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বলে অনুমান।0

নদীয়ার শান্তিপুরে  রাধাকৃষ্ণ গোপাল ভিউ মন্দির সংলগ্ন বিগ্রহ বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড। শান্তিপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে শ্যামচাঁদ লেনে গৌতম প্রসাদ গোস্বামীর বাড়ি রাধা কৃষ্ণ গোপাল জিউ বিগ্রহ বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এলাকা সূত্রে খবর শনিবার সকাল সকাল ১১,৩০ নাগাদ বাড়ির দোতলার ঘর থেকে ধোয়া উঠতে দেখেন তারা। পরবর্তীতে ছুটে গিয়ে দেখেন বন্ধ ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ততক্ষণাৎ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ কে ঘটনা জানান এলাকার লোকজন। পরবর্তীতে চেয়ারম্যানের ফোন পেয়ে শান্তিপুর দমকল বিভাগ এর আধিকারিকরা দ্রুততার সঙ্গে ছুটে এসে আগুন নেভানোর কাজে তৎপর হন। তবে বাড়িতে কেও না থাকার কারণে এই ভয়াবহ অগ্নিকান্ড বলেই মনে করছেন এলাকাবাসী। তবে আগুনের তীব্রতা প্রথমদিকে ভয়াবহ থাকায় ঘরের সমস্ত কিছু  পুড়ে ছারখার হয়ে যায়। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এলকাবাসিরা। যদিও খবর পাওয়া মাত্র বাড়ির সদস্যরা ছুটে আসেন। দীর্ঘ প্রায় এক ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে দমকল যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। আগুন নেভানোর কাজে হাত লাগায় শান্তিপুর থানার পুলিশ এবং শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ  স্বয়ং সাথে সমস্ত এলাকাবাসী। তবে কিভাবে আগুন লাগলো  তার তদন্ত শুরু করেছেন দমকল আধিকারিকরা।

যদিও  প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যেকোনো ধরনের ইলেকট্রিক শর্ট সার্কিট কিংবা এসি চালানো থাকার কারণেই এই দুর্ঘটনা। অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। অন্যদিকে মন্দিরের গুরুত্বপূর্ণ ওই ঘরে থাকা বহু মূল্যবান কাগজপত্র এবং সোনা রুপোর অলংকার সহ নগদ অর্থ সমস্ত কিছু পুড়ে যাওয়ায়। তবে এখন সর্বস্বান্ত হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে গোটা ঠাকুরবাড়ির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *