সবাইকে নিয়ে তিহার জেলে ঢুকবে, অভিষেকের উদ্দেশ্যে নাম না করে মন্তব্য মহম্মদ সেলিমের।
হাওড়াঃ- সবাইকে নিয়ে তিহার জেলে ঢুকবে। সোমবার বিকেলে হাওড়ায় এক কর্মসূচিতে অংশ নিয়ে অভিষেকের উদ্দেশ্যে তাঁর নাম না উল্লেখ করে ওই মন্তব্য করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বিগত রামনবমীর মিছিলে অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতের অনুমতিতে সোমবার হাওড়ায় বামফ্রন্টের সম্প্রীতির মিছিলে হাঁটেন সেলিম। ১০০ দিনের কাজের বকেয়া প্রাপ্য আদায়ের জন্য সবাইকে নিয়ে দিল্লি যাওয়ার কথা তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়া প্রসঙ্গে অভিষেকের নাম না করে সেলিম বলেন, সবাইকে নিয়ে তিহার জেলে ঢুকবেন (অভিষেক)। এদিন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটকানো, পরবর্তীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দপ্তরে হাজিরার নির্দেশ প্রসঙ্গে সেলিম বলেন, কে এই রুজিরা ? তিনি কি কয়লা, সোনা পাচার করার কারণে বিখ্যাত ? আমরা বলেছি চোর ধরো জেল ভরো। তা সে ভাইপোই হোক বা ভাইপোর স্ত্রী হোক।
এদিন কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিল হয়।প্রসঙ্গত, সিপিআই(এম) হাওড়া জেলা কমিটির ডাকে সোমবার বিকেলে হাওড়ায় সম্প্রীতির মহামিছিলের ডাক দেওয়া হয়। বিকাল ৪.৩০টায় শিবপুর কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত হয় ওই মিছিল। তাতে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হাওড়া সিটি পুলিশ এর আগে এই মিছিলের অনুমতি প্রত্যাখ্যান করে। তবে শেষপর্যন্ত হাইকোর্টে মামলা করে কোর্টের রায়ে এদিন এই মিছিল হয়। বিচারপতির নির্দেশ অনুযায়ী, সোমবার বিকেল চারটে থেকে কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করবে সিপিএম। বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকা দিয়ে সিপিএমের সম্প্রীতি মিছিল যাওয়ার কথা। তাই সেখান দিয়ে মিছিল যাওয়ার সময় ভাবনাচিন্তা করে স্লোগান দিতে হবে। পাশাপাশি মিছিল থেকে কোনও উসকানিমূলক মন্তব্য করা যাবে না। এছাড়াও মিছিলে মাইক ব্যবহার করা যাবে না। তবে হাওড়া ময়দানের সভায় মাইক ব্যবহার করার অনুমতি দেয় হাইকোর্ট।