অভিষেক ব্যনার্জীর সভা; প্রস্তুতি তুঙ্গে।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচার উপলক্ষ্যে শুক্রবার উপস্থিত হবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্যে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার সালানপুর ব্লকে পৌঁছে দেখা যায় হিন্দুস্তান কেবলস্ মাঠে অস্থায়ী হেলিপ্যাড বানানো হয়েছে।
পাশাপাশি এলাকায় দলীয় পতাকা সাথে বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জী স্বাগতম লেখা ব্যানার দিয়ে ছেয়ে ফেলা হয়েছে। এই বিষয়ে সালানপুর ব্লকের সহ সভাপতি ভোলা সিং বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে সালানপুর বাসী প্রস্তুত। পাশাপাশি দলের পক্ষ থেকেও যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। ওই দিন তিনি উপস্থিত হয়ে ডিএবি স্কুল ময়দান থেকে কেন্দুয়াডিহি পর্যন্ত আড়াই কিমি রাস্তায় এক রোড শো তে অংশ গ্রহণ করবেন।