অভিষেকের নবজোয়ার কর্মসূচীতে অশান্তি? এবার মুখ খুললেন অরূপ রায়।
হাওড়াঃ- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নব জোয়ার’ কর্মসূচীতে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা এসেছে প্রকাশ্যে, এবার তা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন মন্ত্রী অরুপ রায়। হাওড়ায় এক কর্মসূচী শেষে সংবাদ মাধ্যমের এক প্রশ্ন প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী অরুপ রায়। কি বললেন মন্ত্রী অরুপ রায়?
উল্লেখ্য, তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ঘিরে কখনো উত্তেজনা, কখনো বচসা, আবার কোথাও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছেন তৃণমূল কর্মীরা। মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে। এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দল বিজেপিও।
অন্যদিকে রবিবার সকালে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে স্বেচ্ছাসেবী সংস্থা সবুজের মিছিল এর শুভ সূচনা করেন মন্ত্রী। মূলত এদিন থেকেই এই সংস্থা তার পথচলা শুরু করল। এই সংস্থার মাধ্যমে হাওড়া জেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরে সবুজায়নের লক্ষ্যে গাছ বসানো হবে। বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হবে। এর উদ্বোধন করে মন্ত্রী অরূপ রায় বলেন, আমাদের লক্ষ্য প্রতিদিন গাছ বসানো। ছোট, বড় বিভিন্ন আকারের গাছ বসানো হবে। সাংবাদিকরা প্রশ্ন করেন বিভিন্ন জায়গায় গাছ কেটে বহুতল নির্মাণ করা হচ্ছে। কোথাও জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে। এর উত্তরে অরূপ রায় বলেন, অনেক সময় প্রয়োজনে গাছ কাটতে হয়। অনেক সময় জলাশয় বোজাতে হয়। কিন্তু লক্ষ্য রাখতে হবে একটি গাছ কাটলে পাশাপাশি ১০টি গাছ লাগাতে হবে এবং একটি জলাশয় কোনো কারণে বোজানো হলে সম মাপের জলাশয় তৈরি করতে হবে।