বাংলাদেশ প্রসঙ্গে আশাবাদী অধীর।

ডিজিট্যাল ডেস্কঃ- আজ জেলা কংগ্রেস কার্যালয়ে প্রাক্তন সংসদ অধীর রঞ্জন চৌধুরী ভারত বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিক করেন। বৈঠকে তিনি বলেন ভারত ও বাংলাদেশ নিয়ে পাকিস্তান এবং চীনের এক জল্পনা চলছে। তাদের ইচ্ছা বাংলাদেশকে প্ররোচনা দাও, যাতে বাংলাদেশে এক ভয়ংকর অঘটন ঘটে এবং এই ঘটনায় ভারতবর্ষের সামরিক বাহিনী যাতে হস্তক্ষেপ করে। তারা বর্ডারের ড্রোন পাঠাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী বলেন বাংলাদেশের একটি অংশ এই প্ররোচনা দিচ্ছেন। বর্তমানে বাংলাদেশের একটি মৌলবাদী অংশ পাকিস্তান এবং চীনের কাঠপুতুল হয়ে ভারতের সঙ্গে এক শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে।

এই মৌলবাদীরা ইন্দিরা গান্ধির সহযোগিতায় যে স্বাধীন বাংলাদেশ সেটি তারা মানে না। অধীর রঞ্জন বলেন, সেটা বাংলাদেশ নয় বাংলাদেশ এর কেবলমাত্র কিছু মৌলবাদীর শক্তি; ইউনুস বাংলাদেশের শেষ কথা নয়। অধীর বলেন, আমি এখনো মনে করি বাংলাদেশ এর সেই সব মানুষেরা যারা হিন্দু-মুসলমান মিলে বাংলাদেশকে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করে স্বাধীন বাংলাদেশ হিসেবে পরিচিত করেছিল সেই শক্তি, সেই ঐক্য আজ না হয় কাল বাংলাদেশে পরিস্ফুটিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *