আবার ফাটল পাইপ, জলমগ্ন এলাকা ক্ষতিগ্রস্ত অনেক বাড়ি, অবরোধ রাস্তা।
সৌমিত্র গাঙ্গুলি, সালানপুর, পশ্চিম মেদিনীপুর:- আবার আসানসোলের সালানপুর ব্লকের দেন্দুয়া কল্যানেশ্বরী রোডের নাকড়াজোড়িয়া মোড়ের কাছে পি. এইচ. ই. জলের পাইপ লাইন ফেটে জলমগ্ন এলাকা। জল ঢুকলো আসে পাশের বাড়িতে। ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি। খবর, দেন্দুয়া বেসরকারি কারখানা এলো কুইন্ট নামক তার নিজস্ব পাইপ লাইন বসিয়ে মাইথন জলাধার থেকে জল ওই কারখানায় নিয়ে যাওয়ার সময় আবার বিপত্তি ঘটে। ফের ফেটে যায় পানীয় জলের পাইপ। জানা যায়, কারখানা কর্তৃপক্ষ পাইপ লাইনটি বোরিং এর মাধ্যমে মাটির নিচে দিয়ে বসাতে গিয়ে পিএইচই মেন লাইন ফেটে জলমগ্ন হয়ে ওঠে এলাকা।
জল উঠে কল্যানেশ্বরী ও দেন্দুয়া মুখ্য সড়কের উপর। এবং এলাকার বেশ কিছু বাড়িতেও জল ঢুকে যায়। ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর। এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা উত্তেজিত হয়ে ভাঙচুর চালায় পাইপ লাইন বসানোর গাড়ি ও কোম্পানির গাড়িতে। ঘটনাস্থলে কারখানার লোক এলে তাঁদের কেউ মরধর করা হয় পুলিশের সামনেই। একই সাথে দেন্দুয়া কল্যানেশ্বরী রোডের নাকড়াজোড়িয়া মোড়ে পথ অবরোধ করে উত্তেজিত জনতা।
পিএইচই জল সরবরাহ বন্ধ করে রাখা হয়। ঘটনাস্থলে সালানপুর ও কল্যানেশ্বরী পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পাইপ লাইন ঠিক করার কাজ শুরু হয়।
কারখানার এইচ আর মনোজ মিশ্র জানান, কিছু ভুলের জন্য এই ঘটনা আবার ঘটেছে। ক্ষতিগ্রস্ত তো অনেক গুলি বাড়ি হয়েছে। আমার দেখছি কি করা যায় এদের জন্য। আমরা চেষ্টা করবো যেনো আর এমন বিপত্তি না ঘটে এবং তাদের ক্ষতিপূরণ নিয়ে কোম্পানি নিশ্চয় ভাববে।