ফের জল যন্ত্রণার কবলে ঘাটাল।
পশ্চিম মেদিনীপুরঃ– ঘাটাল ও চন্দ্রকোনার বন্যার জল কমতে না কমতেই নতুন করে দুর্ভোগ সাধারণ মানুষজনের।
বৃষ্টির কারণে চন্দ্রকোনার কেছিয়া ঘাটালের শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হতে শুরু করে দিয়েছে ঘাটাল পৌর ও গ্রামীন এলাকা সহ চন্দ্রকোনার বৃষ্টির এলাকা। জলের তলায় বিঘার পর বিঘা কৃষি জমি।
পুজোর আগে নতুন করে জল জমায় কপালে চিন্তার ভাঁজ ঘাটাল মহকুমা বাসির। তবে সমস্ত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত ঘাটাল মহকুমা প্রশাসন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।