সবুজায়নের বার্তা দিয়ে নবদ্বীপে অনুষ্ঠিত হলো সারা রাজ্য যোগাসন প্রতিযোগীতা।

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ- বিগত বছরের অভুতপূর্ব সফলতার পর এবছরও নবদ্বীপে অনুষ্ঠিত হলো সারা রাজ্য যোগাসন প্রতিযোগীতা। উল্লেখ থাকে বর্তমান সময়ে দাড়িয়ে অন্যান্য খেলার পাশাপাশি সমান ভাবেই সমাদৃত ও মান্যতা পেয়েছে এই যোগ বা যোগাসন,  এমনকি কেন্দ্রীয় সরকারও এ বিষয়ে যথেষ্ট তৎপর। যদিও এ রাজ্যে তার প্রত্যক্ষ প্রভাব সেভাবে চোখে পড়েনি। তবে বিভিন্ন সংস্থা ও যোগাসন প্রশিক্ষন কেন্দ্রের উদ্যোগেই রাজ্যে যোগাসনের প্রসার ঘটে চলছে তা বলাই যায়। তেমনই প্রতিবছরের মতো এ বছরও নবদ্বীপ শহরের যোগায়ন নামক এক যোগাসন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হলো সারা রাজ্য যোগাসন প্রতিযোগিতা। আয়োজন সংস্থার তরফে গৌর গোপাল সাহা জানান, তাদের প্রতিষ্ঠানের সপ্তম বর্ষ উদযাপন উপলক্ষে টানা দশ দিন ব্যাপি বিভিন্ন সামাজিক, প্রতিযোগীতা ও সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আর তারই অঙ্গ হিসেবে সারা রাজ্য ব্যাপী এই যোগাসন প্রতিযোগীতার আয়োজন,  তিনি আরও জানান এই প্রতিযোগীতায় রাজ্যের প্রায় সবকটি জেলা থেকেই বিভিন্ন বয়সী প্রায় ছয়শত প্রতিযোগী অংশ নেয়। পাশাপাশি তিনি আরও বলেন যোগ যেভাবে শরীরের রোগ নিরাময়ের কাজে আসে সেভাবে পৃথিবীর তথা পরিবেশের  রোগ নিরাময়ের কাজে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করে গাছ।  তাই এবারে আমরা প্রত্যেক প্রতিযোগীকে সন্মান, শংসাপত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের চারা গাছও বিলি করেছি। এ ছাড়াও বিভিন্ন দিনে অংকন প্রতিযোগিতা, রোগীদের মধ্যে ফল বিতরণ সহ, সাধারণ মানুষের মধ্যে প্রায় হাজার খানেক চারা গাছ বিতরণ, বৃক্ষরোপন সহ একাধিক সামাজিক কর্মসূচী করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, ছিলেন পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা, প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী ও ক্রীড়া ও বিভিন্ন ক্ষেত্রের একাধিক গুনীজনরা। নবদ্বীপ শহরের বুকে যোগায়নের উদ্যোগে রাজ্য স্তরের এহেন প্রতিযোগীতা ও সাথে  সবুজায়নের বার্তা দিয়ে সকলের মধ্যে সচেতনতা বোধ জাগিয়ে তোলার প্রচেষ্টাকে সকলেই সাধুবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *