ফের জমি দখলের অভিযোগ, টানাপোড়েন কুলটির ডিসেরগড় সাঁকতোড়িয়া অঞ্চলে।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- কুলটিতে ফের জমি মাফিয়াদের হাতে ইসিএল থেকে সাধারণের জমি দখলের অভিযোগ। ঘটনাটি কুলটির ডিসেরগড় সাঁকতোড়িয়া অঞ্চলে ঘটেছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর কুলটির সাঁকতোড়িয়া অঞ্চলের যশাইডি মৌজার ১৭৭ নং প্লটের জমিটি নিজের দাবি করে হঠাৎই সীমানা প্রাচীর দিয়ে ঘিরতে শুরু করে বিজয় মাজি। কিন্তু তার জমির সীমানা প্রাচীর কে বা কারা রাতের অন্ধকারে এসে ভেঙে দিয়ে যায়। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিজয় মাজি অভিযোগ করে বলেন, এলাকায় জমি মাফিয়া হিসাবে কুখ্যাত রয়েছেন ছোটন ওরফে চিত্তরঞ্জন রায় ও সপু মণ্ডল। তারাই সম্মিলিত ভাবে রাতের অন্ধকারে এই সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন। আসলে তারা চাইছে জমিটি অন্য কারো কাছে বিক্রি করে দিতে।
অন্যদিকে চিত্তরঞ্জন রায় জানিয়েছেন, পেশাগত ভাবে তিনি নিজে আসানসোল আদালতের আইনজীবী এবং তার স্ত্রী একজন তৃণমূলের সক্রিয় কর্মী। তিনি বিগত ১০-১৫ বছর আগে থেকেই ভবিষ্যতের দিকে তাকিয়ে জমিতে বিনিয়োগ করে আসছেন। যদিও এই সীমানা প্রাচীর ভেঙে ফেলার সাথে তিনি কোনো ভাবেই জড়িত নন। তাছাড়া গতকাল স্ত্রীর শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনি দিনভর ব্যস্ত ছিলেন। তার ঘরেও অনেক রাত পর্যন্ত লোকজনের আসা যাওয়া লেগে থাকে। এখন কেও কারো বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন। সঠিক বিচারের প্রয়োজনে তিনি আদালতেও যেতে পারেন। আসলে তার স্ত্রী একজন সক্রিয় তৃণমূল কর্মী। তাই জমি দখলের নামে অযথাই তৃণমূলকে কলঙ্কিত করা হচ্ছে বলে অভিযোগ করেন!