সরকারী অনুমতি ছাড়াই গাছ কেটে পাচারের অভিযোগ; আটক গাছগুলি।
পশ্চিম মেদিনীপুরঃ- কোন সরকারি অনুমতি ছাড়াই সরকারি খাস জায়গা থেকে বেআইনিভাবে ইউক্যালিপটাশ গাছ কেটে পাচারের অভিযোগ; এলাকার মানুষজনের কাছ থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের তৎপরতায় বাজেয়াপ্ত করা হলো গাছগুলি।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের নেকড়বাগ এলাকায় রাজ্য সড়কের ধারে যারা গ্রাম পঞ্চায়েতের সরকার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লাগানো একাধিক পটাশ গাছ মঙ্গলবার বিকেলে এলাকার বিজয় কুমার দাস নামে এক ব্যক্তি কেটে নিচ্ছে।
যদিও এলাকার মানুষজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তাকে অনুমতি দিয়েছে গ্রাম পঞ্চায়েত। যদিও এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে তৎপর হয়ে ওঠে গ্রাম পঞ্চায়েত। তাদের দাবি তারা গাছ কাটার কোন অনুমতি দেয়নি। ছড়িয়ে পড়ে চাঞ্চল। সন্ধ্যা নাগাদ রামজীবনপুর ফাঁড়ির পুলিশ গিয়ে গাছগুলিকে আটক করে নিয়ে আসে। যদি এ বিষয়ে যারা অঞ্চল তৃনমূলের সভাপতি মুজিবুর রহমানের দাবি তাকেও গাছ কাটার এই ধরনের কোন অনুমতি দেয়া হয়নি।
তাই তারা পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছেন। গাছগুলি আটক করে নিয়ে গেছে। যদি এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান উমাশঙ্কর চৌধুরী দাবি, বৈধ অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গাছ গুলিকে আটক করে নিয়ে গেছে।