বেলদাতে শিব মন্দিরে পুজো দিয়ে “আমার মাটি, আমার দেশ” কর্মসূচী শুরু করলেন দিলীপ ঘোষ।
পশ্চিম মেদিনীপুরঃ- শনিবার বিকেলে শিব মন্দিরে পুজো দিয়ে “আমার মাটি, আমার দেশ” কর্মসূচী শুরু করলেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদাতে “আমার মাটি, আমার দেশ” কর্মসূচি পালন করতে আসেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। কর্মসূচি শুরুর পূর্বে এলাকার একটি শিব মন্দিরে পুজো দেন তিনি। এরপর এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে মাটি সংগ্রহ করেন। মানুষদের সঙ্গে কথা বলেন তিনি, পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্যকে নিশানা করলেন তিনি, তবে এই কর্মসূচিতে ঘিরে তৃণমূলের অভিযোগ ভোট এলেই বিজেপি নেতারা বের হয়। সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন, সারা বছর আমরাই একমাত্র পাড়ায় পাড়ায় ঘুরি, সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগ শুনি। আমাদের প্রধানমন্ত্রীও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এটা তো তৃণমূলই অভিযোগ করছে, আসলে উনারা কেউ বেরোতে পারে না। কারণ পাড়ায় পাড়ায় গেলেই মানুষ কাজের হিসেব খুঁজবে।