আসানসোল পৌর নিগমের উদ্যোগে রাস্তা নির্মাণের সূচনা।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোল পৌর নিগমের ১০৬ টি ওয়ার্ডে ১০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা তৈরি করার উদ্যোগ নিয়েছে পৌর নিগম। সেই মতো রবিবার কুলটি বিধানসভার প্রায় সাত থেকে আটটি রাস্তা তৈরীর কাজের শুভ সূচনা করা হয়। যেখানে আসানসোল পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডে হরিজন পাড়ার রাস্তা তৈরীর কাজের নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ৬০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ সদস্য ইন্দ্রানী মিশ্র, ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন, প্রাক্তন মেয়র পরিষদ সদস্য মীর হাসিম, কুলটির ব্লক সভাপতি কাঞ্চন রায় সহ এলাকার সাধারণ মানুষ।