আবারো বানরের আক্রমণের শিকার; আহত দুই।
পশ্চিম বর্ধমানঃ- আবারো বানরের আক্রমণের শিকার হলেন এলাকার দুই ব্যক্তি। আহত দুজনকে নিয়ে যাওয়া হল স্থানীয় বেলদা গ্রামীণ হসপিটালে। শুক্রবার ঘটনাটি ঘটেছে নারায়ণগড় ব্লকের বেলদা থানার দেউলীতে। প্রসঙ্গত বেলদা এলাকা জুড়ে বেশ কয়েকদিন ধরে বানরের আক্রমণে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসীরা। প্রত্যেককেই প্রায় বিভিন্ন সময় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় কোন চিকিৎসালয় কিংবা বেলদা গ্রামীণ হসপিটালে। শুক্রবার একইভাবে বানরের আক্রমণের শিকার হলেন বেলদা থানার দেউলি এলাকার দুই ব্যক্তি। তাদেরও চিকিৎসার জন্য নিয়ে আসা হলো বেলদা গ্রামীন হাসপাতালে।এর আগে বেলদার নবোদয় পল্লী এলাকায় বানরের আক্রমণের শিকার হন বেশ কয়েকজন মহিলা। ওই বানরের আক্রম যাদের মধ্যে একজনের কানের সোনার দুল পর্যন্ত খোয়া যায় বলে দাবি করেন তিনি। তবে বারবার বানরের আক্রমণ ভীত এবং সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন এলাকাবাসীরা। সেই সঙ্গে বনদপ্তর এই বিষয়টি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না বলে দাবি তাদের।