এবার ডেঙ্গু, ম্যালেরিয়া সচেতনতায় পথে নামলো সারেঙ্গা ব্লক স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসন।
সারেঙ্গা:- এবার ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশাবাহিত রোগ সচেতনতার বার্তা দিতে পথে নামলো সারেঙ্গা ব্লক স্বাস্থ্য দপ্তর ও সারেঙ্গা ব্লক প্রশাসন। শনিবার সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়।
উপস্থিত সারেঙ্গা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: সুমন নস্কর ও সারেঙ্গার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রকি চন্দ্র দাস। র্যালিতে অংশ নেন সারেঙ্গা ব্লকের আশা কর্মীরা এবং ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা।
বর্ষার বৃষ্টি সাথে সাথে দিনের পর দিন রাজ্যজুড়ে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু ও ম্যালেরিয়া সহ মশা বাহিত রোগ নিয়ে মানুষকে সচেতন করতেই এদিনের এই কর্মসূচীর আয়োজন বলে জানাগেছে। শনিবার সকাল প্রায় দশটা নাগাদ এলাকার মানুষকে সচেতন করতে সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে এই সচেতনতমূলক র্যালি বার হয়।
এরপর সারেঙ্গা চৌরাস্তা মোড়ে পথসভার মধ্য দিয়ে জনসাধারণের উদ্দেশ্যে ডেঙ্গু রোগের প্রতিরোধ ও প্রতিকার করার জন্য কি কি করনীয় সেই বার্তা দেন সারেঙ্গা ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং সারেঙ্গা ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। তারপর এই র্যালি সারেঙ্গা বাজার পরিক্রমা করার পর সারেঙ্গা ব্লক অফিসে গিয়ে পৌঁছায়। সারেঙ্গা ব্লক অফিসের সোনার তরী সভাকক্ষে ব্লকের আশা কর্মী, গ্রামীণ সম্পদ কর্মী ও অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। শনিবার এই সচেতনতা মূলক র্যালিতে উপস্থিত ছিলেন সারেঙ্গা ব্লক স্বাস্থ্য আধিকারী ডাক্তার সুমন নস্কর, সারেঙ্গা ব্লক যুগ্ম সমস্টি উন্নয়ন আধিকারিক রকি চন্দ্র দাশ, আশা কর্মী, ভিআরপি কর্মী সহ সারেঙ্গা ব্লক স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মীরা । উল্লেখ্য, ইতিমধ্যেই সারেঙ্গা ব্লকে ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানাগেছে।