পঞ্চায়েত নির্বাচনে সিভিক ভল্যান্টিয়ারদের উপর নিষেধাজ্ঞা।
নিউজ ডেস্কঃ- পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে। আর এরই মধ্যে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল কারা কারা এই নির্বাচনে প্রার্থী হতে পারবেন আর কারা পারবেন না। আর এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সিভিক ভলান্টিয়াররা কোনভাবেই প্রার্থী হতে পারবেন না। যদিও সিভিক ভল্যান্টিয়াররা রাজ্য সরকারী কর্মচারী নন, কিন্তু রাজ্য সরকার তাদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করেছে। আর সিভিক ভল্যান্টিয়ার নিয়গের ক্ষেত্রে যে সকল শর্ত ছিল তার জেরেই তারা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে শুধু সিভিক ভল্যান্টিয়াররা নন রাজ্য সরকারের প্রায় সকল চুক্তিভিত্তিক কর্মীরাই পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারবেন না।