ডিজিটাল প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করলো বেলুড় মঠ।
হাওড়াঃ- শুক্রবার বুদ্ধ পূর্ণিমার পুণ্য দিনে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে মঠ কর্তৃপক্ষের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করলো। শুক্রবার মঠের তরফে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই প্ল্যাটফর্মের শুভ সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। তিনি বলেন, মিশনের সহ সঙ্ঘাধ্যক্ষের ইচ্ছানুসারেই আমরা আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম সাংবাদিক বৈঠকের মাধ্যমে আত্মপ্রকাশ করলাম। আমাদের ইচ্ছে ছিল ১লা মে মিশনের প্রতিষ্ঠা দিবসের দিনই এর আত্মপ্রকাশ করার। কিন্তু ওই দিন বিভিন্ন অনুষ্ঠান থাকায় আমরা আজ বুদ্ধ পূর্ণিমার পুণ্য দিনেই এর শুভ সূচনা করলাম।
প্রসঙ্গত, বিভিন্ন সোস্যাল মিডিয়া সহ ভার্চুয়াল ও অন্য মাধ্যমে স্বামী বিবেকানন্দ, শ্রীশ্রীরামকৃষ্ণ, সারদা মা ও সর্বোপরি রামকৃষ্ণ মিশন নিয়ে ভুল ও মিথ্যে তথ্য ও ঘটনাকে সত্য বলে চালানোর চেষ্টা চলছে। সেই প্রবণতা রুখতেই এবার সতর্কতা হিসেবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম এর আত্মপ্রকাশ করলো বেলুড় মঠ কর্তৃপক্ষ। বুদ্ধ পূর্ণিমার পুণ্য দিনে বেলুড় মঠে এক সাংবাদিক বৈঠকে সূচনা হলো রামকৃষ্ণ মিশনের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্ম তথা ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে ভক্ত সহ সাধারণ মানুষ মঠ ও মিশন এবং শ্রীশ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও সারদা মা সম্বন্ধে যে কোনও তথ্য যাচাই করে নিতে পারবেন। থাকবে নানা তথ্যাবলী। বেলুড় মঠের এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের ঠিকানা হল http://publication.rkmm.org