Big_Breaking_News: ফের নোটবন্দি!
গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ- ফের নোটবন্দী। এবার বাতিল হল ২০০০ টাকার নোট। অবশেষে সন্দেহই সত্যি হল। দীর্ঘদিন ধরেই বাজারে কমে আসছিল ২০০০ টাকার জোগান। RBI এর সুত্র অনুযায়ী ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিচ্ছে সরকার। আর বাজারে মজুত থাকা ২০০০ টাকার নোট বৈধ থাকবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। আর তার পরেই ঐ নোট পরিনত হবে নিছক এক কাগজে।
₹2000 Denomination Banknotes – Withdrawal from Circulation; Will continue as Legal Tenderhttps://t.co/2jjqSeDkSk
— ReserveBankOfIndia (@RBI) May 19, 2023
RBI এর ঘোষণা অনুযায়ী গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০টাকার নোট জমা দিয়ে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত অন্য নোট নিতে পারবেন। এক্ষেত্রে একসাথে মোট ২০,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিয়ে পরিবর্তন করা যাবে।
Good 👍