অনুমতি সত্ত্বেও দোকান করতে না দেওয়ায় বিক্ষোভ বিজেপির।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- অনুমতির পরেও বার্নপুর বাজারে দোকান করতে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে আসানসোলের হিরাপুর থানার সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ। নেতৃত্বে রয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তাদের দাবি অবিলম্বে উক্ত এলাকায় দোকান ন্যাহ্য অনুমতি পাওয়া মহিলাকে দোকান করতে দেওয়া হোক। দাবি না মানলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের অভিযোগ তৃণমূল এই বাধা দিচ্ছে এবং পুলিশ পক্ষপাতিত্ব করছেন।
আর উল্টো দিকে এদিন স্থানীয় তৃণমূল কাউন্সিলার অশোক রুদ্র বলেন আসানসোলের বার্নপুর বাজারে ইস্কোর জমিতে থাকা দোকান কয়েক বছর আগেই উচ্ছেদ করে দিয়েছে ইস্কো কর্তৃপক্ষ। সেই সময় বলা হয়েছিল ওই জায়গায় মহিলাদের জন্যে একটি টয়লেট ও ময়লা পরিষ্কার পরিচ্ছন্নের জন্যে একটি ভ্যাট বানানো হবে। কিন্তু তা না করে সেই জায়গায় অন্য কাউকে দোকান করার অনুমতি দেওয়া হয়েছে। যা ইস্কো কর্তৃপক্ষের ঔপনিবেশিক মানসিকতার পরিচয়। অনুমতি দিতে হলে আগে যারা ওই অঞ্চলে দোকান করেছে তাদের দেওয়া হোক। তাছাড়া দোকান করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে আসানসোল পুরনিগমের সাথেও কোনো আলোচনা করেনি ইস্কো কর্তৃপক্ষ।
এই সব অভিযোগ তুলে আসানসোলের বার্নপুর ইস্কো টাউন সার্ভিস অফিসে তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। নেতৃত্বে ছিলেন আসানসোল পৌরনিগমের 78 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র 7 নং বরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ি সহ আরো কয়েকজন তৃণমূল কাউন্সিলার। তাদের দাবি অবিলম্বে ওই এলাকায় যাদের দোকান ছিল তাদের কেই দোকান করতে দেওয়া হোক। না হলে ওই জায়গায় টয়লেট তৈরি করা হোক।